সত্য ঘটনা অবলম্বনে একটি শিক্ষণীয় গল্প

একজন মহিলা একটি মাংসের কারখানায় কাজ করতেন। একদিন তিনি তার সিডিউলের কাজ শেষ করে ফ্রিজার রুম পরিদর্শনে যান। কিন্তু দূর্ভাগ্যবশত রুমের দরজা লক হয়ে যায়।

তিনি তার সর্বশক্তি দিয়ে চিৎকার করেন এবং দরজায় জোরে জোরে নক করেন। তার চিৎকার শুনে বা দরজার আওয়াজ শুনে কেউ তাকে উদ্ধার করতে আসার মতো ছিলনা। কারণ বেশির ভাগ কর্মী ইতিমধ্যে চলে গেছেন এবং কোল্ড রুমের আওয়াজ বাইরে যাওয়া প্রায় অসম্ভব ছিল।


৫ ঘন্টা পর, তিনি যখন প্রায় মৃত অবস্থায়, তখন কারাখানার দারোয়ান এসে দরজা খুলেন। অবশেষে সেদিন তিনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান।

পরবর্তীতে মহিলাটি দারোয়ানের কাছে জানতে চান কেন তিনি দরজা খুলতে এসেছেন, এটা তো তার রুটিন ওয়ার্ক এর মধ্যে পড়ে না।

দারোয়ানের ব্যাখ্যা এই রকম ছিলঃ
আমি এই কারখানায় ৩৫ বছর যাবৎ কাজ করছি। প্রতিদিন শত শত কর্মী যাওয়া আসা করে কিন্তু হাতে গোনা কয়েকজন আমাকে প্রতিদিন সকাল সন্ধ্যায় অভিবাদন জানায়। এবং তাদের মধ্যে আপনি একজন। বেশির ভাগই কর্মীর কাছে আমি ইনভিজিবল কেউ। আজ সকালে আপনি প্রতিদিনের মতো হ্যালো বলে কাজে যান কিন্তু সন্ধ্যায় আপনার "বাই, সী ইউ টুমোরো " কথাটা শুনিনি। তাই আমি কারখানা চেক করার সিদ্ধান্ত নিলাম। আমি প্রত্যেকদিন আপনার হ্যালো এবং বাই শোনার অপেক্ষায় থাকি কারণ এটা আমায় মনে করিয়ে দেয় যে আমিও কেউ একজন।

আজকে আপনার বাই না শুনে আমি বুঝতে পারি কিছু একটা ঘটেছে। এজন্য আমি সব জায়গায় আপনাকে খুঁজতে থাকি।

এই গল্পের মূল কথা হচ্ছে আপনার আশেপাশে যারা আছে তাদের প্রতি বিনয়ী হোন, তাদের কে ভালোবাসুন, সম্মান করুন। As life is too short!

Try to have an impact on people who cross your path everyday. You never know what tomorrow will bring.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.